১৩ই মার্চ লন্ডনে ২+২ কাঠামোয় রাশিয়া ব্রিটেন আলোচনা সভা বসবে. এই কাঠামোর মধ্যে দেখা করবেন দুই দেশের পররাষ্ট্র প্রধান ও প্রতিরক্ষা প্রধানরা. এই সাক্ষাত্কারের প্রাক্কালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ঘোষণা করেছেন যে, স্ট্র্যাটেজিক ভাবে বেশীর ভাগ সমস্যার ক্ষেত্রে দুই দেশের অবস্থান একই ও আলাদা সমস্যা গুলি সহযোগিতার পথে অন্তরায় হতে পারে না.