রাশিয়া এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশ গুলিতে হেলিকপ্টার সরবরাহ বাড়াচ্ছে. বর্তমানে এই অঞ্চলে প্রায় দেড় হাজার রুশ নির্মিত হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে, তার কারণ হয়েছে ভরসা যোগ্যতা, বহু দূর একটানা ওড়ার ক্ষমতা, বেশী মাল পরিবহনের ক্ষমতা. প্রধান ক্রেতা দেশ গুলি চিন, ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া.