ভারতীয়রা ভালবাসে উত্সব, আনন্দ আর খুশীর সঙ্গেই তা পালন করে থাকে, যদিও ভারতীয়দের মধ্যে বেশীর ভাগের ধর্ম হিন্দুত্ব, তবুও বড়দিন আর ইংরাজী ক্যালেণ্ডার অনুযায়ী নববর্ষে ভারতের সব জায়গায় অন্য দেশ গুলির মতই উত্সব হয়. রাস্তা ঘাট, দোকান বাজার, ছোট বেচা কেনার জায়গা এই দিন গুলিতে লোকারণ্য হয়ে থাকে.