চার বছর পরে আফগানিস্থান কি নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে : সন্ত্রাসবাদী হামলার আশংকা, সম্পূর্ণ ভাবে নিঃস্ব জনতা ও বেকারত্ব, মাদক জনিত অপরাধের ক্রমবর্ধমানতা, বিভিন্ন প্রজাতির মধ্যে সংঘর্ষ, ধর্মীয় ও রাজনৈতিক চরমপন্থা ? এই প্রশ্নগুলির এখনও উত্তর নেই.