নিকটপ্রাচ্য দক্ষিণ আমেরিকা থেকে তৈরী হচ্ছে খাওয়ার জল আমদানী করতে ও খুবই দ্রুত তার স্ট্র্যাটেজিক সঞ্চয় ভাণ্ডার তৈরী করে ফেলতে চায়. ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘকাল ধরেই জলের ভাগ নিয়ে বিরোধ রয়েছে. বিশেষজ্ঞরা সাবধান করে দিয়েছেন যে, এশিয়াতে জলের অভাব এই মহাদেশে নতুন যুদ্ধের সূচনা করতে পারে.