মস্কো শহরে চতুর্দশ বিশ্ব ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশীপের প্রতিযোগিতা শেষ হয়েছে. রবিবারে (১৮ই আগষ্ট) লুঝনিকি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠান হয়েছে. মস্কোয় আয়োজকরা আন্তর্জাতিক ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাশোসিয়েশনের পতাকা তুলে দিয়েছেন ২০১৫ সালের এই অনুষ্ঠানের আয়োজক দেশ চিনের রাজধানী বেজিং শহরের প্রতিনিধিদের হাতে. বিগত প্রতিযোগিতায় রাশিয়ার জাতীয় দল সমস্ত দলের মধ্যে জয়ী হওয়ার তালিকায় প্রথম স্থান পেয়েছে. চ্যাম্পিয়নশীপের আয়োজকরা সতেরোটি মেডেল পেয়েছেন, তার মধ্যে সাতটি – সবচেয়ে দামী সোনার পদক. জামাইকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগীদের কাছে গিয়েছে ৬টি করে স্বর্ণ পদক.