বিজয় দিবস উপলক্ষে রাশিয়ার ব্লগ লেখক ও পড়ুয়ারা মহান পিতৃভূমি রক্ষার যুদ্ধের বীর শহর ও সেনা শৌর্য শহর গুলিতে পরিক্রমা করছেন. ব্লগ – ট্যুর বিজয় দিবস এ দশটি শহর অন্তর্ভুক্ত – তভের, সেন্ট পিটার্সবার্গ, পস্কোভ, স্মোলেনস্ক, ব্রিয়ানস্ক, কুরস্ক, ভরোনেঝ, ভলগোগ্রাদ, তুলা ও মস্কো. ব্লগের লোকেদের এই ধরনের পরিক্রমা রাশিয়াতে হচ্ছে প্রথমবার.