পাকিস্তানে ঘাঁটি গেড়ে বসা সামরিক দল হাক্কানি এবারে আমেরিকার সন্ত্রাসবাদী গোষ্ঠীর তালিকায় যুক্ত হয়েছে. এই হাক্কানি দলকে ব্ল্যাক লিস্ট করার তথ্য পররাষ্ট্র সচিব হিলারি ক্লিন্টন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে ভ্লাদিভস্তকে দিয়েছেন. বিশেষজ্ঞরা বিশ্বাস করেন: ইসলামাবাদের উপরে চাপ বাড়ানোর জন্যই এই ব্ল্যাক লিস্ট করা হয়েছে, যাদের এখনও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করা হয় নি.