‘ব্রিটিশ পেট্রোলিয়াম’ কোম্পানীর এশীয় বিভাগের অর্থনীতিবিদদের সূত্র ধরে চীনের সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে, যে ২০১৭ সাল নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রকে টপকে চীন পৃথিবীর বৃহত্তম খনিজতেল আমদানীকারকে পরিণত হবে. চীনের অর্থনৈতিক উন্নয়নের উঁচুহারের সুবাদে ২০০০ সাল থেকে ২০১১ সালে জ্বালানীর চাহিদা ১৫৯ শতাংশ বেড়েছে. বর্তমান অগ্রগতির হার বজায় থাকলে, চীন ২০২৫ সালে বিশ্বের সর্ববৃহত পেট্রোল ব্যবহারকারী দেশে পরিণত হবে.