গত ২০শে ডিসেম্বর বৃস্পতিবার রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বড় একটি সংবাদ সম্মেলন করেছেন. গনমাধ্যমের প্রতিনিধিদের সাথে পুতিনের এ ধরণের সাক্ষাতকার এ নিয়ে আটবার অনুষ্ঠিত হল এবং দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই পুতিনের প্রথম সাংবাদিক সম্মেলন. সঙ্গত কারণেই তাই এটি বৃহত রাজনৈতিক ঘটনায় পরিনত হয়েছে. সাংবাদিকদের মধ্যে অধিক আগ্রহ দেখা গেছে “দিমা ইয়াকোভলেভা আইনটি” নিয়ে.