ফিফার সভাপতি জোসেফ ব্লাটার ঘোষনা করেছেন, যে তার পদাসীন থাকা কালে বিশ্বকাপ-২০১৮ র জন্য রুশী আয়োজক কমিটির মতো উঁচুমানের প্রস্তুতি তিনি আগে কখনো দ্যাখেননি. আজ মস্কোর ‘লুঝনিকি’ স্টেডিয়ামকে বিশ্বকাপের ফাইন্যাল ম্যাচের আয়োজনের অনুমোদন দেওয়া হয়েছে. উদ্বোধনী ম্যাচ ও একটি সেমি-ফাইন্যালও ‘লুঝনিকি’তেই অনুষ্ঠিত হবে. দ্বিতীয় সেমিফাইন্যাল ম্যাচটি হবে সেন্ট-পিটার্লবার্গে.