ইউরোএশিয়া থেকে বেরিং প্রণালীর ঠান্ডা জল অতিক্রম করে বিশ্বের ১২টা দেশের সাঁতারুরা আগামী ৩০শে জুলাই রুশী প্রণালী দেঝনেভ থেকে আলাস্কায় প্রিন্স চার্লস প্রনালীতে মোট ৮৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পরিকল্পনা করেছে. ঐ সাঁতারে অংশ নেবে রাশিয়া, আমেরিকা, গ্রেট বৃটেন, চীন, ইতালি, এস্তোনিয়া, সুইডেন, আয়ার্ল্যান্ড, পোল্যান্ড, ফিনল্যান্ড, আর্জেন্টিনা ও চিলি থেকে বিশ্ববিখ্যাত সাঁতারুরা.