রাশিয়ার দূরপ্রাচ্যের অবকাঠামোগত উন্নয়ন আরও প্রসারিত হচ্ছে. এর এমনই একটি উদাহরণ হচ্ছে পূর্ব সাইবেরিয়া-প্রশান্ত মহাসাগরীয় ভাস্তো পাইপলাইন সংযোগ পদ্ধতির আওত্বায় নতুন রেললাইন কুজনেতছোভ টানেল চালুকরণ. নতুন বছরকে কেন্দ্র করে রাশিয়ার খাবারোভস্কী উপকূলীয় এলাকায় এ নতুন রেলপথ উদ্বোধন করা হয়. প্রসঙ্গত, রাশিয়ার গ্যাসের ক্রেতা হচ্ছে জাপান, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ফিলিপিন, তাইওয়ান ও মালেয়শিয়া.