ভারত দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতি বিষয়ক কাজের কাঠামোতে বুধবার “ভূমি-আকাশ” শ্রেণীর “আকাশ” রকেটের সফল পরীক্ষা করেছে, জানানো হয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে. এই “আকাশ” রকেট ক্ষেপণ করা হয়েছিল উড়িষ্যা রাজ্যের চণ্ডীপুর চাঁদমারি থেকে. পরীক্ষা সফল হয়েছে, সমস্ত কর্তব্য পালন করা হয়েছে. রকেটটি ক্ষেপণ করা হয়েছিল মোবাইল ক্ষেপণ সরঞ্জাম থেকে.