ইতালি ভারতীয় জেলেদের হত্যায় অভিযুক্ত করা তার দুই নাবিককে ভারতের আদালতে মামলার জন্য ফেরাতে অস্বীকার করার দরুণ নিজের কার্যকলাপের “কুপরিণতির” সম্মুখীন হবে. এ সম্বন্ধে বুধবার বলেছেন ভারত সরকারের নেতা শ্রী মনমোহন সিং. তাঁর কথায়, ইতালির কার্যকলাপ অগ্রহণীয়, তা সমস্ত কূটনৈতিক মানের পরিপন্থী এবং ইতালির সরকার সর্বোচ্চ আদালতকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তাও সন্দেহজনক করে তুলছে.