২৮- ২৯শে জুন ব্রাসেলসে অনুষ্ঠিতব্য ইউরোপীয় সংঘের শীর্ষবৈঠকে মুখ্য কর্তব্য হবে, যেন স্বচ্ছ ও গঠনমুলক সঙ্কেত দেওয়া হয়, যে কিভাবে ইউরোপ আর্থিক সংকটের জবাব দেবে. গতকাল ইউরোপীয় সংঘের প্রধান হেরম্যান ভ্যান রোমপেই এই উদ্ধৃতি দিয়ে সব সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের চিঠি পাঠিয়েছেন. আজ শীর্ষবৈঠক নির্দিষ্ট সময়ের ২ঘন্টা আগে শুরু হবে, ইউরোপীয় সংঘে আলোচ্য বিষয়ের জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে.