সিরিয়া সম্পর্কে রাষ্ট্রসঙ্ঘ ও আরব রাষ্ট্র লীগের বিশেষ প্রতিনিধি লাখদার ব্রাহিমি বুধবার বেইরুটে পৌঁছেছেন, জানিয়েছে স্থানীয় প্রচার মাধ্যম. বিমান থেকে নামার সঙ্গে সঙ্গেই ব্রাহিমি লেবাননের নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনার জন্য রওনা হয়ে যান. এ সব সাক্ষাতে মুখ্য আলোচ্য বিষয় হবে সিরিয়ার পরিস্থিতি.