লন্ডনে রাশিয়ার অলিম্পিক কমিটি এই প্রথমবার পরিবারের বাড়ী তৈরী করেছে. সেখানে ডাকা হচ্ছে অলিম্পিকে প্রতিযোগিতায় যোগ দেওয়া খেলোয়াড়দের পরিবারের লোক জনদের. নিজেদের ছেলেমেয়ে যারা চ্যাম্পিয়ন হয়েছে, তাদের দিকে তাকিয়ে বাবা মায়েরা কি ভাবেন, তা নিয়ে রেডিও রাশিয়াকে গল্প করেছেন ইরিনা ইশ্যেঙ্কো, নাতালিয়া ইশ্যেঙ্কোর মা, সেই নাতালিয়া যে এই নিয়ে কয়েক দিনের মধ্যে অলিম্পিকে সিনক্রোনাইজড সুইমিং প্রতিযোগিতায় দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে.