×
South Asian Languages:
ইউনিভার্সিয়াড, জুলাই 2013
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন শুক্রবার ২৭তম গ্রীষ্মকালীন বিশ্ব ইউনিভার্সিয়াডে রাশিয়ার ক্রীড়াবিদ এবং সংগঠকদের সাথে সাক্ষাত্ করবেন. তিনি এ প্রতিযোগিতার পুরস্কারজয়ীদের অভিনন্দন জানাবেন মস্কোর উপকণ্ঠে নভোগোরস্ক অনুশীলন কেন্দ্রে, জানানো হয়েছে ক্রেমলিনের প্রেস-সার্ভিসে. কাজান শহরে ২৭তম গ্রীষ্মকালীন বিশ্ব ইউনিভার্সিয়াড অনুষ্ঠিত হয় ৬ই থেকে ১৭ই জুলাই, যাতে অংশগ্রহণ করে ১৬০টি দেশের ৭৯৬৬ জন ক্রীড়াবিদ. প্রতিদ্বন্দ্বিতা হয় ২৭ ধরণের ক্রীড়ায়, ৩৫১ সেট পদকের জন্য.
সাতাশতম গ্রীষ্ম ছাত্র ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে, ইউনিভার্সিয়াড শেষের সমাপ্তি সমারোহ বুধবারে সন্ধ্যায় দেরী করে হয়েছে কাজান –অ্যারেনা নামের ষ্টেডিয়ামে. এই উত্সবের চিত্রনাট্য একেবারে শেষ পর্যন্ত খুবই গোপনীয় করে রাখা হয়েছিল. কিন্তু শেষ অবধি সমাপ্তি সমারোহ যতটা আশা করা হয়েছিল, তার চেয়ে অনেক বেশী হাসি খুশী, রঙীণ আর জমকালোই হয়েছে.
কাজানে ইউনিভার্সিয়াড ছাত্র ক্রীড়া প্রতিযোগিতায় রাশিয়ার ক্রীড়াবিদরা ইউনিভার্সিয়াডে জয় কার স্বর্ণপদকের সংখ্যার দিক থেকে, এবং মোট জয় করা পদকের সংখ্যার দিক থেকে আগেকার সব রেকর্ড ভেঙ্গেছে. রাশিয়া এখনও পর্যন্ত জিতেছে ১৩৫টি পদক. আগের রেকর্ড স্থাপিত হয়েছিল ১৯৭৩ সালে এবং সে সময় থেকে তা কেউ ভাঙ্গে নি. প্রাক্কালে রাশিয়ার দল পেয়েছে আরও ২০টি পদক, যার অর্ধেক ছিল স্বর্ণপদক.
কাজান শহরে ২৭তম বিশ্ব গ্রীষ্মকালীন ইউনিভার্সিয়াড প্রতিযোগিতায় মঙ্গলবার রাশিয়ার ছাত্র দল ২০টি স্বর্ণপদক জয় করে. রাশিয়ার ছেলে-মেয়েরা সাফল্য অর্জন করেছে হাঁটায়, সিনক্রোনিক সাঁতারে, জুডো-তে, জিমন্যাস্টিক্সে, অ্যাথলেটিক্সে এবং অন্যান্য প্রতিযোগিতায়. ফলে রাশিয়ার দল পদক জয়ের তালিকায় বিশ্বস্তভাবে অধিকার করে রয়েছে প্রথম স্থান ৩৯টি স্বর্ণপদক, ১৬টি রৌপ্যপদক এবং ২২টি ব্রোঞ্জ পদক পেয়ে.
কাজানে ২৭তম বিশ্ব গ্রীষ্মকালীন ইউনিভার্সিয়াডে পদক জয়ের দ্বিতীয় দিন ১২টি স্বর্ণপদক, সাতটি রৌপ্যপদক এবং সাতটি ব্রোঞ্জ পদক জিতেছে. রাশিয়ার ক্রীড়াবিদরা সাফল্য প্রদর্শন করেছে অ্যাকাডেমিক রোইং, ডাইভিং, সিনক্রোনিক সাঁতার, জিমন্যাস্টিক, ফেন্সিং এবং ডিস্কাস থ্রো প্রতিযোগিতায়. মোট পদকের দিক থেকে রাশিয়াপ্রথম স্থানে রয়েছে ১৯টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ পদক পেয়ে.
কাজানে ইউনিভার্সিয়াড-২০১৩ - ২৭তম গ্রীষ্মকালীন বিশ্ব ছাত্র ক্রীড়া প্রতিযোগিতার প্রথম পদক জয়ের দিনে রাশিয়ার ছাত্র দল জয় করেছে সাতটি স্বর্ণপদক, দুটি রৌপ্য পদক এবং আটটি ব্রোঞ্জ পদক. রাশিয়ার দলের প্রথম স্বর্ণপদক পেয়েছেন লন্ডন অলিম্পিকের রৌপ্য পদক বিজেতা ইয়েভগেনি কুজনেত্সভ – তিন মিটার উঁচু ট্রাম্পলিন থেকে ডাইভিংয়ে. জিমন্যাস্টিকে রাশিয়ার মেয়েদের দল জয়লাভ করেছে দলীয় প্রতিযোগিতায়. আলেক্সান্দর লেসনোই শট-পুটে চ্যাম্পিয়ন হয়েছেন.
ইলসুর মেতশিন শনিবারে তাতারস্থানের রাজধানী কাজান শহরে গ্রীষ্ম ইউনিভার্সিয়াডের মশাল দৌড়ের শেষ অধ্যায়ের স্টার্ট দিয়েছেন. এই মশাল এবারে যাবে কাজান শহরের মধ্য দিয়ে আর সন্ধ্যায় মূল ষ্টেডিয়াম কাজান – অ্যারেনাতে সহস্র দর্শকের সামনে জ্বালিয়ে দেবে মূল মশালকে. এই পথ শুরু হয়েছিল ইউনিভার্সিয়াড ভিলেজ থেকে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
জুলাই 2013
ঘটনার সূচী
জুলাই 2013
1
2
3
5
7
11
13
14
15
16
17
20
21
22
23
24
25
26
27
28
29
30
31