পাকিস্তান, ইয়েমেন, সোমালি, আফগানিস্তান ও প্যালেস্তিনীয় এলাকায় পাইলট বিহীণ বিমান ব্যবহার করে আক্রমণের তদন্ত শুরু করতে চলেছে রাষ্ট্রসঙ্ঘ, এই খবর রবিবারে দিয়েছে ইজরায়েলের জেরুজালেম পোস্ট সংবাদপত্র. এই তদন্ত শুরু হওয়ার কারণ এই ধরনের বিমানের প্রযুক্তি সম্বন্ধে, সমালোচনা, যে কারণে বহু ক্ষেত্রেই নিরপরাধ শান্তিপ্রিয় মানুষ এই আক্রমণের শিকার হয়েছেন. এই বিষয়ে রেডিও রাশিয়া আজ এক বিস্তারিত প্রবন্ধ প্রকাশ করছে.