দক্ষিণ সুদানে গত বছরের ২১শে ডিসেম্বর রাষ্ট্রসঙ্ঘের সঙ্গে সমঝোতা অনুযায়ী কর্মরত রাশিয়ার হেলিকপ্টার ধ্বংস করার বিষয়ে রাশিয়া, গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও আজারবাইজানের তরফ থেকে তৈরী করা এক দলিলে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ সমর্থন জানিয়েছে, যাতে বলা হয়েছে যে, এই অপরাধের জন্য অভিযুক্তদের বিচার করা হবে. হেলিকপ্টারের চারজন চালক সদস্যই নিহত হয়েছিলেন.
রাশিয়ার অর্থনীতি প্রাণ সঞ্চারের অপেক্ষায় রয়েছে. গত বছরে বার্ষিক গড় উত্পাদনের হার লক্ষ্যণীয় ভাবেই কম হয়েছে, তাও আবার সেই ক্ষেত্রে যে, দেশের উত্পাদন সক্ষম সমস্ত ক্ষমতাই সম্পূর্ণ ভাবে কাজে লাগানো হয়েছিল, আর বেকারত্ব ছিল সবচেয়ে কম স্তরেই.
এক বছরের জন্য করা নতুন চুক্তি অনুযায়ী ৩২ বছর বয়সী এই ফুটবল খেলোয়াড় সপ্তাহে তিন লক্ষ কুড়ি হাজার ডলারের সমান অর্থ পাবে ব্রিটিশ মুদ্রায়. স্থানীয় ডেইলি মেইল সংবাদপত্র এই খবর দিয়েছে দলের উত্স থেকে পাওয়া খবর হিসাবে. ২০০৬ সাল থেকে কৌল চেলসি দলের হয়ে খেলছেন.