চিনের পারমানবিক ক্ষমতা অনেকদিনই হল আর “কাগুজে বাঘ” নেই. খুব সম্ভবতঃ যে, চিন ইতিমধ্যেই বিশ্বের তৃতীয় পারমানবিক শক্তি সম্পন্ন রাষ্ট্র হয়েছে, আর বিশ্লেষকরা মনে করেন যে, তাদের এই ক্ষেত্রে রাশিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে পিছিয়ে থাকাকে মোটেও মনে করা উচিত্ হবে না যে রকম ধরে নেওয়া হয়েছিল, ততটা পিছিয়ে থাকা বিষয়.