৭-৮ তারিখে জার্মানীতে কার্যকরী সফরে যাওয়ার আগে রাশিয়ার রাষ্ট্রপতি জার্মানীর বৃহত্তম রেডিও টেলিভিশন কোম্পানী এআরডি সংস্থার সাংবাদিককে একটি সাক্ষাত্কার দিয়েছেন. কথার সময়ে রাশিয়া- জার্মানীর অর্থনৈতিক সম্পর্ক, সাইপ্রাসের আর্থ-বিনিয়োগ সঙ্কটের পরিণাম, ইউরো মুদ্রার প্রসঙ্গে বেঠিক বিষয়, মস্কোর সিরিয়া সম্বন্ধে অবস্থান এই সব নিয়ে প্রশ্নোত্তর হয়েছিল.