মঙ্গলবারে জার্মানীতে বার্সিলোনার মত তারকা খচিত দলকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে বেয়ার্ন মিউনিথ দল. লিওনেল মেসিকে এই দিন খেলার মাঠে কিছু করতেই দেওয়া হয় নি. ইনিয়েস্তা ও হাবির জুড়িও কোন ভেল্কি দেখাতে পারে নি. নিজেদের মাঠে, মেরে- ধরে অফসাইড থেকে দ্বিতীয় গোলটা করে বার্সিলোনার মনোবল একেবারে ভেঙে দিয়ে বেয়ার্ন দল জিতেছে. তারা অবশ্যই সেমিফাইনালের দৌড়ে এবারে অনেক এগিয়ে রইল.