মস্কো, বার্লিন, লন্ডন, প্যারিস, রোম – সিরিয়ার সংকট ইউরোপীয় রাজধানীগুলির মনোযোগের কেন্দ্রবিন্দুতে. যেমন সিরিয়ার অভ্যন্তরে, তেমনই প্রথমসারির আন্তর্জাতিক খেলুড়েদের মধ্যে মতদ্বন্দ বেড়েই চলেছে. সবাই মূল লক্ষ্যগুলির কথাই বলছে, কিন্তু তা সাধনের পদ্ধতি নিয়ে মতভেদ ঘুঁচছে না. সিরিয়ার প্রসঙ্গ নিয়ে আলোচনা তর্কাতর্কি ব্যতীত হচ্ছে না. মস্কোয় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাঁসুয়া ওলাঁদের মধ্যে আলোচনাতেও তার ব্যতিক্রম হয়নি.