|
|
২০০৮ সালে নির্বাচনের সময়ে সাফল্যের পরে নেপালের মাওবাদী দল এবারে এমন এক পরিস্থিতিতে পড়েছে যে, তারা এবারে দেখাতে বাধ্য হবে যে, তারা শুধু জিততেই নয়, বরং সভ্য ভাবে হারতেও পারে. এই দেশে এ’সপ্তাহের পার্লামেন্ট নির্বাচন নেপালের মাওবাদী সংযুক্ত কমিউনিস্ট পার্টির জন্য খারাপ খবরই নিয়ে এসেছে. পুষ্প কুমার দহল, যাঁকে জনগন প্রচণ্ড নামে চেনেন, তাঁর অনুগামীরা একই সঙ্গে দেশের দুটি বামপন্থী দলের কাছেই হেরে গিয়েছে – একটা সমাজবাদী পার্টি “নেপালের কংগ্রেস” আর অন্যটা নেপালের কমিউনিস্ট পার্টি (সংযুক্ত মার্কসবাদী – লেনিনবাদী পার্টি). আর যদিও দেশের সাংবিধানিক সভার ৬০১টি আসন কিভাবে এবারে ভাগ হতে চলেছে, তা নিয়ে শেষ অবধি উত্তর পাওয়া যায় নি, তার উত্তর পাওয়া যেতে পারে স্রেফ সপ্তাহ দুয়েক বাদে, তবুও আজ সম্পূর্ণ রকমের আস্থা নিয়েই বলা যেতে পারে যে, নেপালের মাওবাদীদের আশায় ছাই পড়েছে. পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন আমাদের সমীক্ষক সের্গেই তোমিন. তিনি বলেছেন: