গত সপ্তাহের শেষে ভারত ও চিন চুক্তি করেছে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ পুনর্বহাল করার. এই সমঝোতা ভারতে চিনের জাতীয় স্বাধীনতা বাহিনীর সদর দপ্তরের ডেপুটি চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শী জিয়াংগুও এর সফরের সময়ে ভারতীয় সামরিক বাহিনীর সচিব শশী কান্ত শর্মার সঙ্গে সাক্ষাত্কারের সময়ে করা হয়েছে.