ভারতের মত বিশ্বের আর কোনও দেশের সঙ্গেই রাশিয়ার এত বহুল প্রসারিত পারমানবিক শক্তি বিষয়ে সহযোগিতা নেই, - এই রকমই মন্তব্য করেছেন ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার কাদাকিন. - ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে “রেডিও রাশিয়াকে” দেওয়া এক সাক্ষাত্কারে রাষ্ট্রদূত বর্তমানের ভারত- রাশিয়া সম্পর্ক নিয়ে বলেছেন ও তিনি এর ভবিষ্যত সম্বন্ধেও পূর্বাভাস দিয়েছেন.