ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাজ কিছু সময়ের জন্য স্থগিত রেখেছে, মনে করেন ইস্রাইলের প্রতিরক্ষামন্ত্রী এখুদ বারাক. লন্ডনে থাকা কালে বৃটেনের “ডেইলি টেলিগ্রাফ” পত্রিকাকে প্রদত্ত ইন্টারভিউতে তিনি বলেন যে, অবিলম্বে পারমাণবিক অস্ত্র প্রাপ্তির পরিকল্পনা তেহেরান, খুব সম্ভবত, স্থগিত রেখেছে “আট-নয় মাসের” জন্য.