গাজা অঞ্চলে রবিবার ইস্রাইলী বিমানবাহিনীর আঘাতের ফলে একজন নিহত এবং ১১ জন আহত হয়েছে. স্পুতনিক টেলি-চ্যানেল “আল-জাজিরা” জানিয়েছে যে, গাজা অঞ্চলের দক্ষিণ উপকূলে রাফাক শহরে মোটরসাইকেল লক্ষ্য করে রকেট ক্ষেপণ করা হয়েছিল. ক্ষতিগ্রস্তদের মধ্যে – তিন জন শিশু, একজন প্যালেস্টাইনীকে অতি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে.