সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, বাশার আসাদ আগামী ২০১৪ সাল পর্যন্ত সিরিয়ার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন. তিনি আরো বলেন, আসাদের পদত্যাগই সিরিয়ার সংকট নিরসণের জন্য প্রয়োজন বলে পশ্চিমা ও আরব দেশেগুলো যে অভিমত দিয়ে আসছে তাতে দামাস্কাসের কোন মন্তব্যের প্রয়োজন নেই. ইরানে সরকারি সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন.