×
South Asian Languages:
সিরিয়া, 18 জানুয়ারী 2013
অপরিচিত একদল অস্ত্রধারীদের গুলিতে বেলজিয়ামের যুদ্ধ বিষয়ক সাংবাদিক ইভ দেবিইয়া নিহত হয়েছেন. শুক্রবার বেলজিয়ামের সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে. তবে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রনালয় ওই সাংবাদিকের নিহতের খবর এখনোও নিশ্চিত করে নি. জানা যায়, সাংবাদিকতার সাথে যুক্ত হওয়ার আগে ইভ দেবিইয়া একজন সেনা কর্মী ছিলেন.
সিরিয়ায় চলমান সহিংসতার কারণে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নেওয়া শরনার্থীদের অর্ধেকেরও বেশি হচ্ছে শিশু. জাতিসংঘের শরনার্থী বিষয়ক উচ্চকক্ষের সমন্বয়ক পানোস মুমছিস এক বিবৃতিতে এ কথা বলেন. তিনি জানিয়েছেন, যখন শিশুদের দুর্বিসহ জীবণযাপন আপনি দেখবেন সত্যিই নিদারুণ কষ্ট পাবেন. মুমছিস আরও বলেন, অন্তত শতকরা ৩০ ভাগ সিরীয় প্রতিবেশী দেশ তুরষ্ক, লেবানন, জর্দান, ইরাক ও মিশরে আশ্রয় নিয়েছে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
জানুয়ারী 2013
ঘটনার সূচী
জানুয়ারী 2013
2
5
19
21
27