×
South Asian Languages:
সিরিয়া, 6 অক্টোবর 2012
সিরিয়ার খালেব(আলেপ্পো) শহরে সিরিজ বোমা হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ. শুক্রবার এক যৌথ ঘোষণায় এ ঘটনার তীব্র নিন্দা এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানানো হয়. বুধবার খালেব শহরে পরপর ৪টি গাড়ি বোমা হামলায় অন্তত ৪৮ জনেরও বেশী নিহত এবং ১০০ জনের মত হয়.
সিরিয়ার সীমান্তে শুক্রবার পুনরায় মর্টার হামলা চালিয়েছে তুরস্ক. সিরীয় কর্তৃপক্ষের একাধিক হামলায় তুরস্কের হাতাই প্রদেশের নিরাপত্তা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তুরস্কের সরকার পাল্টা হামলার সিদ্ধান্ত নিয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে. তবে ওই হামায় হতাহতের কোন খবর জানা যায় নি. গত কয়েক দিনে তুর্কি-সিরীয় সীমান্তে এ ধরণের হামলায় ২য় ঘটনা এটি.
অক্টোবর 2012
ঘটনার সূচী
অক্টোবর 2012