তুরস্কের পার্লামেন্ট বৃহস্পতিবার এক আইনের খসড়া আলোচনা করবে, যা তুরস্কের সৈন্যবাহিনীকে সিরিয়ায় অনুপ্রবেশের অনুমতি দেয়, জানিয়েছে তুরস্কের প্রচার মাধ্যম. মঙ্গলবার রাতে তুরস্কের প্রধানমন্ত্রী জরুরী পরামর্শ করেন পররাষ্ট্রমন্ত্রী আহমেত দউতওগলু, তুরস্কের সৈন্যবাহিনীর সদর দপ্তরের অধিকর্তা নেজেত ওজেল এবং আইন মন্ত্রী সাদুল্লাহ এরগিনের সাথে. প্রায় চার ঘন্টা ব্যাপী এ সাক্ষাতে তাঁরা প্রয়োজনীয় আইনের খসড়া প্রণয়ন করেন. “ডি.পি.