×
South Asian Languages:
সিরিয়া, 27 আগষ্ট 2012
মিশর সিরিয়া সম্পর্কে আঞ্চলিক কনট্যাক্ট গ্রুপ গঠনের পক্ষে মত প্রকাশ করেছে, যাতে মিশর ছাড়া অন্তর্ভুক্ত হতে পারে সৌদি আরব, ইরান এবং তুরস্ক. মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি আম্র্ রুশডি জানিয়েছেন যে, সিরিয়া-কে সঙ্কট থেকে বার করে আনার উদ্দেশ্যে কায়রোর এ উদ্যোগে অনুমিত যে, আলাপ-আলোচনার এক টেবিলে বসবে যেমন সরকারী দামাস্কাসের পক্ষসমর্থক তেমনই তার বিরোধীপক্ষের প্রতিনিধিরা.
সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আসদ দেশে “বিদেশী চক্রান্তের” বিরুদ্ধে জয়লাভের প্রতিশ্রুতি দিয়েছেন. এ সম্বন্ধে তিনি বলেছেন দামাস্কাসে আগত ইরানী প্রতিনিধিদলের সাথে সাক্ষাতে. আসদের কথায়, সিরিয়ার জনগণ “চক্রান্তকারীদের লক্ষ্য সাধন করতে দেবে না” এবং “যেকোনো মূল্যে” বিজয় অর্জন করতে প্রস্তুত.
আগষ্ট 2012
ঘটনার সূচী
আগষ্ট 2012