×
South Asian Languages:
সিরিয়া, 7 আগষ্ট 2012
সিরিয়ার খালেব (আলেপ্পো) শহরে আটক করা সৌদি আরব ও তুরস্কের বিশেষ বিভাগের অফিসাররা শহরে জঙ্গী দলের ক্রিয়াকলাপের সঙ্গতি সাধন করছিল, মঙ্গলবার জানিয়েছে লেবাননের টেলি-চ্যানেল আল-মানার. এর প্রাক্কালে প্রচার মাধ্যমগুলি খালেবে তুরস্ক ও সৌদি আরবের ৭ জন অফিসারের একটি দলকে বন্দী করার কথা জানিয়েছিল, এ শহরের অঞ্চলে সিরিয়ার বাহিনী জঙ্গী-দলের বিরুদ্ধে লড়াই করছে.
কয়েকটি হেলিকপ্টারের সমর্থনে তুরস্কের বাহিনী কুর্দি জাতি অধ্যুষিত অঞ্চলে অবস্থিত সিরিয়ার জারাব্লুস শহরে অনুপ্রবেশ করেছে, মঙ্গলবার জানিয়েছে ইরানের টেলি-চ্যানেল “প্রেস-টিভি”. খবরে উল্লেখ করা হয় নি, কোন উদ্দেশ্যে তুর্কী বাহিনী সিরিয়ার ভূভাগে অনুপ্রবেশ করেছে. অন্যান্য উত্স থেকে এ খবরের সমর্থন এখনও পাওয়া যায় নি. আগে তুরস্কের প্রধানমন্ত্রী রেজেপ তাইপ এর্দোগান সিরিয়ায় সশস্ত্র অনুপ্রবেশের সম্ভাবনা বাদ দেন নি.
একসারি দেশের প্রতিনিধিরা বৃহস্পতিবার তেহেরানে সিরিয়া সঙ্কট অতিক্রমের পথ অনুসন্ধান সম্পর্কে আলোচনা করবে, বলেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমীর আব্দোল্লাহিয়ান. ইরানের সংবাদ এজেন্সি ইরনা জানিয়েছে যে, এ সাক্ষাতে অংশগ্রহণের প্রস্তুতির কথা জানিয়েছেন দশটিরও বেশি দেশের রাষ্ট্রদূত.
সিরিয়া আরও বেশী করে বিদেশী ভাড়াটে সৈন্যদের জন্য কাজের জায়গা হয়ে উঠছে. সিরিয়ার সংবাদ মাধ্যম খবর দিয়েছে যে, দেশের সরকারি ফৌজ আলেপ্পো শহরে একদল তুরস্ক ও সৌদি আরব থেকে আসা অফিসারকে ধরেছে. সিরিয়ার এই অর্থনৈতিক রাজধানীতে স্বাধীন সিরিয়ার সেনা বাহিনীর বিরুদ্ধে সরকারি ফৌজ খুবই বড় রকমের সামরিক অপারেশন চালিয়ে যাচ্ছে.
সিরিয়ায় রাষ্ট্রসঙ্ঘের পর্যবেক্ষকরা দেশের দ্বিতীয় বড় শহর খালেব (আলেপ্পো) ত্যাগ করে গেছেন, এ শহর সরকারী বাহিনী এবং বিদ্রোহী বাহিনীর মাঝে কঠোর লড়াইয়ের ক্ষেত্র হয়ে উঠেছে. সংবাদ সংস্থা “ফ্রান্স প্রেস” জানিয়েছেযে, শহরে ছিল ২০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, যাদের ছুটির দিনগুলিতে সরিয়ে আনা হয়েছে রাজধানী দামাস্কাসে, সেখানেই রাষ্ট্রসঙ্ঘের মিশনের সদর দপ্তর অবস্থিত.
আগষ্ট 2012
ঘটনার সূচী
আগষ্ট 2012