সিরিয়ার সরকারি সেনাবাহিনী রাজধানী দামাস্কাসের তাদামুনা এলাকা থেকে বিদ্রোহীদের অপসরণ করেছে. আর এর ফলে পুরো রাজধানীর নিয়ন্ত্রণ এখন সিরীয় বাহিনীর কাছে. নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর এক জেনারেলের বিবৃতিতে দিয়ে বার্তাসংস্থা ফ্রান্স প্রেস এ খবর জানিয়েছে. এদিকে বিদ্রোহীরা তাদানুনা ছেড়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সংবাদের কথা স্বীকার করেছেন বিরোধী দলের কর্মীরা.