×
South Asian Languages:
সিরিয়া, 15 জুন 2012
সিরিয়ায় হিংসা দিনের পর দিন বাড়ছে, আর সঙ্ঘর্ষলিপ্ত পক্ষগুলি তা শান্তিপূর্ণ পথে মীমাংসা করতে চাইছে না. এ সম্বন্ধে শুক্রবার বলেছেন সিরিয়ায় রাষ্ট্রসঙ্ঘের পর্যবেক্ষণ মিশনের প্রধান, নরওয়ের জেনারেল রবার্ট মুড. এ দেশে গড়ে ওঠা পরিস্থিতির জন্য দায়িত্ব তিনি আরোপ করেন একই সঙ্গে সশস্ত্র বিরোধীপক্ষ এবং সরকারী বাহিনীর উপর. মুড-এর কথায়, এ ধরণের পরিস্থিতি রাষ্ট্রসঙ্ঘের মিশনের কাজ যথেষ্ট সীমিত করে দিচ্ছে.
মস্কো দামাস্কাসকে কোনো সামরিক হেলিকপ্টার সরবরাহ করছে না, জানানো হয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে. সিরিয়ায় রাশিয়ায় উত্পাদিত সামরিক হেলিকপ্টারের নতুন কোনো সরবরাহ করা হচ্ছে না. সিরিয়ার সাথে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা সীমিত রয়েছে শুধু প্রতিরক্ষাত্মক অস্ত্রসজ্জা হস্তান্তরেই.
সিরিয়ায় রাষ্ট্রসঙ্ঘের পর্যবেক্ষকরা অবশেষে হাফ্ফা শহরে পৌঁছোতে পেরেছেন, বিগত কয়েক দিনে যেখান থেকে শান্তিপূর্ণ অধিবাসীদের মৃত্যুর খবর আসছিল, এবং বিধ্বস্ত শহর দেখতে পেয়েছেন. এ সম্বন্ধে বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচারিত পর্যবেক্ষক মিশনের বিবৃতিতে. রাষ্ট্রীয় সংস্থাগুলির বড় একটা অংশ, সেই সঙ্গে ডাকঘরও, ভেতর থেকে পোড়ানো হয়েছে, বলা হয়েছে মিশনের খবরে.
জুন 2012
ঘটনার সূচী
জুন 2012