×
South Asian Languages:
সিরিয়া, 19 মে 2012
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর শহরে আজ শনিবার বোমা বিস্ফোরণে ৭ জন নিহত ও ১০০ জনেরও বেশী মানুষ আহত হয়েছে. সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রনালয়ের প্রেস সচিব জাহিদ মাকদিসসির বরাত দিয়ে বার্তাসংস্থা ফ্রান্স প্রেস এ খবর জানিয়েছে. তিনি জানান, একটি গাড়িতে থাকা ৫০০ গ্রাম ওজনের বিস্ফোরক দ্রব্য বিকট শব্দে বিস্ফোরণ ঘটে. বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আত্বঘাতি হামলাকারি এ বোমা হামলা ঘটিয়েছে.   
সিরিয়ার রাজধানী দামাস্কাসে বোমা বিস্ফোরণের সাথে আল-কায়দার সংশ্লিষ্ট রয়েছে জানিয়ে যে খবর প্রচার করা হয়েছিল তা ভিত্তিহীন বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন. সাংবাদিকদের এ খবর জানিয়েছন প্রেস সচিব মার্টিন নেসিরকি. তবে তিনি একই সাথে উল্লেখ করেছেন, দামাস্কাসের ওই ভয়াবহ হামলার সাথে সন্ত্রাসী গোষ্ঠী জড়িত আছে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
মে 2012
ঘটনার সূচী
মে 2012
6
8
9
13