×
South Asian Languages:
সিরিয়া, 9 এপ্রিল 2012
রাষ্ট্রসঙ্ঘ এবং আরব রাষ্ট্র লীগের বিশেষ প্রতিনিধি কোফি আননের এ বিবৃতি যে, সিরিয়া ১০ই এপ্রিলের মধ্যে শহরগুলি থেকে সৈন্যবাহিনী অপসারণ করতে চায়, ঠিক ভাবে ব্যাখ্যা করা হয় নি. এ সম্বন্ধে সোমবার জানিয়েছে সিরিয়ার সানা সংবাদ এজেন্সি, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি জিহাদ মাকদেসির উদ্ধৃতি দিয়ে.
সিরিয়ার বিরোধীপক্ষের সামরিকীকৃত শাখা – “সিরিয়ার স্বাধীন বাহিনীর” অধিনায়কমন্ডলী ঘোষণা করেছে যে১০ই এপ্রিল সামরিক ক্রিয়াকলাপ বন্ধ করতে প্রস্তুত. তার প্রতিনিধি কর্নেল কাসিম সাআদ আদ-দিন জানিয়েছেন যে, তা ঘটবে, এমনকি সরকারী বাহিনী যদি বসতি কেন্দ্রগুলি থেকে অপসারণ করা না হয় তাহলেও, যেখানে সঙ্ঘর্ষ চলছে.
নয় বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনের সেনা বাহিনী ইরাকের রাজধানীতে অনুপ্রবেশ করেছিল. প্রথম কাজ যা তারা করেছিল – ভীড়ের সহর্ষ উল্লাসের মধ্যে (যদিও তা বিশাল কোন জন সমাবেশে নয়) সাদ্দাম হুসেইনের মূর্তি ভেঙে মাটিতে ফেলে দিয়েছিল.
ফ্রান্স সিরিয়ার কর্তৃপক্ষের এ দাবিকে অগ্রহণীয় বলে মনে করে যে, বিরোধীপক্ষের তরফ থেকে গ্যারান্টি দেওয়া হোক যে, বসতি কেন্দ্র থেকে সরকারী বাহিনী অপসারণের আগে তারা অস্ত্র-সমর্পণ করবে.
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম আজ সোমবার মস্কোয় আসছেন দামাস্কাসের দ্বারা রাষ্ট্রসঙ্ঘ ও আরব রাষ্ট্র লীগের বিশেষ প্রতিনিধি কোফি আননের শান্তিপূর্ণ পরিকল্পনা পুরণ সম্বন্ধে আলাপ-আলোচনার জন্য. রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভের সাথে তাঁর সাক্ষাতের তারিখ -১০ই এপ্রিল – সেই চূড়ান্ত মেয়াদের সাথে একই দিনে পড়েছে, যা অনুযায়ী, বসতি কেন্দ্রগুলি থেকে সিরিয়ার সরকারের সৈন্যবাহিনী এবং ভারী অস্ত্রসজ্জা অপসারণের কথা.
এপ্রিল 2012
ঘটনার সূচী
এপ্রিল 2012