দামাস্কাসের অধিবাসীরা রবিবার সাধারণ ধর্মঘট সমর্থন করে নি, যার আহ্বান জানিয়েছিল সিরিয়ার জাতীয় পরিষদ. পশ্চিমের মেজ্জে পাড়ায় রাস্তার মিছিল রাজধানীর অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে নি, যেমন আশা করেছিল বিরোধীরা. “আল-মানার” টেলি-চ্যানেলের খবর অনুযায়ী, শহরে জীবন সাধারণভাবে চলেছে, অফিস, উচ্চশিক্ষায়তন, স্কুল, দোকান-পাট সাধারণভাবে কাজ করেছে.