×
South Asian Languages:
সামরিক, 27 সেপ্টেম্বর 2013

সিরিয়ায় বুধবার আসা রাসায়নিক অস্ত্র বিষয়ক রাষ্ট্রসঙ্ঘের বিশেষজ্ঞরা এ অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের সাতটি ঘটনার খবর অধ্যয়ন করছে এবং এ দেশে তাদের কাজ শেষ হওয়ার কথা সোমবার, রাষ্ট্রসঙ্ঘের বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে পশ্চিমী সংবাদ এজেন্সিগুলি. 

সিরিয়া বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খসড়া সিদ্ধান্তে চুড়ান্ত মতৈক্যে পৌছেছে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরোভ গণমাধ্যমের কাছে এ কথা বলেছেন।

শুক্রবার হেগে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধংসের প্রকল্প নিয়ে আলোচনা করবেন জাতিসংঘ সমর্থিত 'অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল উইপনস ( ওপিসিডব্লিউ)- এর কর্মকর্তারা স্থাটির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ এবং মার্কিনী পররাষ্ট্র সচিব জন কেরি বৃহস্পতিবার নিউ-ইয়র্ক সাক্ষাতে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস সম্বন্ধে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের খসড়া সিদ্ধান্ত নিয়ে সমঝোতায় এসেছেন.

সেপ্টেম্বর 2013
ঘটনার সূচী
সেপ্টেম্বর 2013