×
South Asian Languages:
সামরিক, 4 জুলাই 2013
মিশরের রাষ্ট্রপতি মুহাম্মেদ মুর্সি, যাঁকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করেছে, তাঁর পক্ষসমর্থক ও বিরোধীদের মাঝে সঙ্ঘর্ষে, শেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩২ জন নিহত হয়েছে. এ সম্বন্ধে বৃহস্পতিবার জানিয়েছে “সি.এন.এন” টেলি-চ্যানেল মিশরের প্রচার মাধ্যমের উদ্ধৃতি দিয়ে. আগে ১৪ জন নিহত এবং কয়েক শো লোক আহত হওয়ার খবর জানানো হয়েছিল.
   মিশরে শাসন ক্ষমতা বদলেছে. রাষ্ট্রপতি মুহাম্মেদ মুর্সির বিরুদ্ধে বহুদিন ব্যাপী গণ-আন্দোলনের পরে রাষ্ট্রনেতাকে পদচ্যুত করেছে সেনাবাহিনী. সংবিধান বাতিল করা হয়েছে. সেনাবাহিনী ও বিরোধীপক্ষের কথায়, মিশরে শুরু হয়েছে অন্তর্বর্তী কাল, যা কয়েক মাস চলবে.
      মিশরের সামরিক বাহিনীর হাইকম্যাম্ড সরকারিভাবে জানিয়েছে, যে মোহাম্মেদ মুর্সিকে ক্ষমতাচ্যুত করে আপাতত আটক করা হয়েছে. তার বিরুদ্ধে বহু অভিযোগের তদন্ত হবে.  এর আগে 'মুসলমান ভাইয়েরা' দলের এক প্রতিনিধি বলেছিলেন, যে মুর্সিকে প্রতিরক্ষা মন্ত্রকভবনে ধরে নিয়ে যাওয়া হয়েছে. নাম জানাতে অনিচ্ছুক মিশরের সেনাবিহিনীর একজন উচ্চপদস্থ কর্মী বলেছেন, যে মুর্সির বিচার করা হবে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
জুলাই 2013
ঘটনার সূচী
জুলাই 2013
20