সিরিয়ার বিরোধী ও বিপ্লবীশক্তির জাতীয় মোর্চার শীর্ষনেতারা রাশিয়া ও আমেরিকা সফর করার পরিকল্পনা বাতিল করে দিয়েছেন. শনিবার ঐ মোর্চার মুখপাত্রের সূত্র ধরে সংবাদ মাধ্যমগুলি এই খবর জানাচ্ছে. মোর্চা আরও ঘোষণা করেছে, যে এপ্রিল মাসে রোমে অনুষ্ঠিতব্য তথাকথিত সিরিয়ার মিত্রদের দলের সম্মেলনও তারা বয়কট করবে. ঐ দলের অন্তর্ভুক্ত সিরিয়ার বিরোধীপক্ষকে সমর্থনকারী পশ্চিমী দেশগুলি ও আরব রাষ্ট্রপুঞ্জ.