দামাস্কাসের উপকণ্ঠে জঙ্গীরা ব্যাপক হারে সৈন্যবাহিনীর কাছে আত্মসমর্পণ করছে, সোমবার জানিয়েছে “আল-ওয়াতন” সংবাদপত্র. তার তথ্য অনুযায়ী, বিগত তিন দিনে সিরিয়ার সৈন্যবাহিনী দামাস্কাসের দক্ষিণ-পুবে দিয়াবিয়া, হোজেইরা ও আক্রাবে জঙ্গী দলগুলির উপরে প্রবল আঘাত হেনেছে. প্রসঙ্গত, সিরিয়ার বিরোধীপক্ষের উদ্ধৃতি দিয়ে প্রচার মাধ্যম জানিয়েছে যে, হামা প্রদেশে হালফাই শহরে বিমান আঘাতের ফলে বেকারী ধ্বংস হয়েছে, ১০০ থেকে ২০০ জন নিহত হয়েছে.