×
South Asian Languages:
সামরিক, 18 জুন 2012
শুক্রবার উত্তর কোরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ কোরিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ত্বিপাক্ষিক সামরিক সহযেগিতার ইতিহাসে বৃহত্তম সামরিক মহড়া অনুষ্ঠিত হবে. সোমবার সরকারী উত্স উদ্ধৃত করে এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে. মহড়ায় অংশ নেবে ২ হাজারের বেশি সৈনিক, এফ-১৫কে জঙ্গী বিমান, আপাচে হেলিকপ্টার, ট্যাঙ্ক. মহড়ায় যুদ্ধ প্রশিক্ষণমূলক সামরিক গোলাবর্যের অনুশীলন করা হবে.
আজকের দিনের দুনিয়ায় একেবারেই সমস্ত কিছু ভাল নয়. বিশ্বের অর্থনীতির ব্যবস্থা স্থিতিশীল নয়, সশস্ত্র বিরোধ চলছে, রাষ্ট্র গুলির মধ্যে রাজনৈতিক মত পার্থক্য পার হওয়া থেকে অনেক দূরে. এখনকার সবচেয়ে বেদনা দায়ক প্রশ্ন গুলির উত্তর খুঁজতে বিশ্বের বড় কুড়িটি দেশের নেতারা ১৮- ১৯শে জুন মেক্সিকোর লস- কাবোস জি ২০ শীর্ষবৈঠকে কাজ করবেন. এটা জি ২০ কাঠামোর মধ্যে সর্ব্বোচ্চ পর্যায়ে সপ্তম বৈঠক.
জুন 2012
ঘটনার সূচী
জুন 2012