মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় সশস্ত্র বিরোধীদের কোনোরকম ভাবে সাহায্য করে না. মার্কিনী বিদেশ দপ্তরের মুখপাত্র মার্ক টোনার হোয়াইট হাউসে ব্রিফিংয়ে এই উক্তি করেছেন. তিনি বলেছেন, যে আমেরিকা শুধুমাত্র অস্ত্রহীন সিরিয়ার বিরোধীদের অসামরিক সাহায্য যোগায়. তিনি সেইসাথেই ঘোষণা করেছেন, যে সিরিয়ার বিরোধীপক্ষের সদস্যরা, যাদের মধ্যে অধিকাংশই শান্তিকামী, হাতে অস্ত্র তুলে নিচ্ছে প্রতিরোধের উদ্দেশ্যে.