×
South Asian Languages:
সামরিক, 1 মে 2012
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় দেইর-এজ-জোর প্রদেশে বিদ্রোহীদের সাথে সেনাবাহিনীর  সংঘর্ষে অন্তত ১২ জন সেনা নিহত হয়েছে. মঙ্গলবার সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক পরিষদ এ তথ্য জানিয়েছে. জানা যায়, দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হলে সেনাবাহিনীর গুলিতে স্থানীয় ১জন বেসামরিক লোক নিহত হয়. এদিকে সিরিয়ায় মঙ্গলবার ভোরে মর্টার হামলায় ১০ জন নিরীহ মানুষ নিহত হয়.   
  জাতিসংঘ মহাসচিব বান কি মুন সিরিয়ায় বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন.  সিরিয়ার দামাস্কাস ও ইদলিব শহরে জঙ্গি হামলায় বহু লোক নিহত হওয়ার ঘটনায় তিনি এ নিন্দা জানান. বিভিন্ন সংবাদ থেকে পাওয়া খবরে বলা হয়, ইদলিবে পৃথক দুটি বোমা হামলায় নিহতের সংখ্যা ৮ থেকে ২০ জন হতে পারে.
    এক বছর আগে ১লা থেকে ২রা মের ভোর রাতে আমেরিকার বিশেষ বাহিনী বেন লাদেনকে ধ্বংস করে দিয়েছিল. অন্তত এই সম্বন্ধে সরকারি ভাবে ঘোষণা করা হয়েছিল.     অবশ্যই লোক পাওয়া গিয়েছে, যারা এই খবর সেই ভিত্তিকে অস্বীকার করেছেন যে এই ধ্বংস হওয়ার প্রমাণ কেউ দেখে নি, শুধু যারা নিজেরা এই কাজ করেছে, তারা ছাড়া.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
মে 2012
ঘটনার সূচী
মে 2012
6
13