×
South Asian Languages:
সামরিক, 14 ফেব্রুয়ারী 2012
আফগানিস্তানে তালিবান আন্দোলনের পক্ষ থেকে পাঠানো পাঁচ জন আত্মঘাতী সন্ত্রাসবাদী ধরা পড়েছে দেশের নিরাপত্তা সংস্থার হাতে. তাদের মধ্যে দুটি কিশোর, এক জনের বয়স তেরো, অন্য জনের বয়স ১২. দুটি ছেলেই তালিবানের অধীনে পাকিস্তানের এক মাদ্রাসায় কম্যান্ডো ট্রেনিং পেয়েছে. বিশদ বিবরণ নিয়ে উপস্থিত আমাদের সমীক্ষক গিওর্গি ভানেত্সভ.
রাশিয়া আরব দেশ গুলির পক্ষ থেকে রাষ্ট্রসঙ্ঘের সঙ্গে এক সাথে সিরিয়াতে শান্তিরক্ষক বাহিনী পাঠানোর প্রস্তাবকে সমর্থন করেছে. মস্কো এমনকি রাশিয়ার সেনা বাহিনীর সেখানে অংশ গ্রহণের সম্ভাবনাকেও বাদ দেয় নি, রাশিয়ার পররাষ্ট্র দপ্তর থেকে এই ঘোষণা করা হয়েছে.
সিরিয়ার নতুন সংবিধানের খসড়া ফেব্রুয়ারী মাসের শেষের আগেই গণ ভোটের জন্য আনা হবে, বলে জানিয়েছে সিরিয়ার সংবাদ মাধ্যম, দেশের পররাষ্ট্র দপ্তরের উপ প্রধান ফৈসাল মিগদাদের উল্লেখ করে. তিনি একই সঙ্গে ঘোষণা করেছেন যে, মে মাসে দেশে সমস্ত দলের অংশগ্রহণ সমেত পার্লামেন্ট নির্বাচনও হবে. এর আগে রাষ্ট্রপতি বাশার আসাদকে দেশের নতুন সংবিধানের খসড়া বিশেষ কমিশন দেখতে পাঠিয়েছে.
অজানা নামের এক দল হ্যাকার এই খবর রটিয়েছে, তারা নাকি কিছু ই-মেইল দেখতে পেয়েছে, যা ৭৮ জন বাশার আসাদের দলের লোক ইরানের কাছে পাঠিয়েছে, খবর দিয়েছে ফরাসী সংবাদ সংস্থা ফিগারো. গত বছরের ডিসেম্বরে এই সব চিঠি পাঠানো হয়েছে দামাস্কাসের শোচনীয় আর্থিক অবস্থার উল্লেখ করে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29
ফেব্রুয়ারী 2012
ঘটনার সূচী
ফেব্রুয়ারী 2012
19
29