"রেডিও রাশিয়ার" আজ শুভ জন্মদিন পালন করা হচ্ছে. ৮৩ বছর আগে এই দিনে মস্কো থেকে বিদেশে রেডিও তরঙ্গে প্রচার শুরু করা হয়েছিল. রাশিয়ার জীবনের সাথে এই সব গুলি বছর ধরে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি বিশ্ব বাসী কে, তুলে ধরছি দেশে যা ঘটছে তারই বহু বর্ণ সচিত্র পরিচয়. আমরা চেষ্টা করছি তা যেন সমস্ত মহাদেশের সব লোকের কাছেই বোধগম্য হয়.